আল-কায়দার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের পুত্রকে বিতাড়িত করেছে ফরাসি সরকার। দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলিউ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো ৯ অক্টোবর বলেন, ২০২৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদের পক্ষে পোস্ট করেছিলেন ওসামা বিন লাদেনের পুত্র ওমর বিন লাদেন। এ কারনে তাকে ফ্রান্স ছেড়ে যাওয়ার আদেশ জারি করা হয়েছে।”
জাতীয় নিরাপত্তার স্বার্থে গৃহীত এই সিদ্ধান্তের বৈধতা নিশ্চিত করেছে দেশটির আদালত।
উল্লেখ্য, ৪৩ বছর বয়সি ওমর বিন লাদেন সৌদি আরবে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে ব্রিটিশ নারী জেন ফেলিক্স ব্রাউনিকে বিয়ে করে ফ্রান্সের নরম্যান্ডি এলাকায় বসবাস শুরু করেন ওমর। বিয়ের পর জেন ইসলাম ধর্ম গ্রহণ করেন ও নিজের নাম রাখেন জেইনা মুহাম্মদ।