নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এক রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। রাজাকে হত্যার পর রানিসহ আরেকজনকে অপহরণ করেছে তারা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নাইজেরিয়ার কর্তৃপক্ষ। খবর বিবিসির।

বিবিসির খবরে বলা হয়, সেগুন আরেমু সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তার পূর্বপুরুষদের মতো তিনি রাজা উপাধি ধারন করেছিলেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তবে অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করছে কি-না, তা স্পষ্ট নয় বলেও গণমাধ্যমটির খবরে বলা হয়।

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যেই দেশটিতে এই হত্যাকাণ্ড ঘটলো এবং অপহরণের ঘটনা ঘটেছে।

তবে রাজা সেগুন আরেমু হত্যাকাণ্ডকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য বলে আখ্যা দিয়েছেন দেশটির গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ। দেশটির পুলিশ জানিয়েছে, হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *