আবারও রিজার্ভ নামলো ২০ বিলিয়নের নিচে

আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমলো ২০ বিলিয়ন ডলারের নিচে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পদ্ধতির হিসাবে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) গ্রস রিজাভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে। বছরের শুরুতে যা ছিল ২৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বিপিএম-৬ মেথডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সঙ্গে ৫ দশমিক ১৫ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে। বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

দেশে দীর্ঘদিন ধরে ডলারের সংকট চলছে। রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধি এ সংকট উত্তরণের অন্যতম উপায়। কিন্তু সেখানে ভালো খবর নেই। ফলে, আমদানির চাহিদা মেটাতে প্রতিদিন ডলার বি‌ক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ কমছে দিন দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *