প্রাকৃতিক দুর্যোগে একটি গোষ্ঠীর জন্য নতুন দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়: স্থানীয় সরকার উপদেষ্টা

দেশের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

সোমবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁওস্থ এলজিইডির প্রধান কার্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাসান আরিফ বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা এখন সবচেয়ে জরুরি। সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব সংস্কারে ইতোমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। এসময় তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে একটি গোষ্ঠীর জন্য নতুন দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *