মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ২৩ জন রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৩ জন। সোমবার জান্তার যুদ্ধবিমান থেকে মিনবিয়ায় চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
মিনবিয়ার বাসিন্দারা বলেছেন, সোমবার ভোরের দিকে মিনবিয়ার থারদার গ্রামে জান্তা বাহিনীর একটি যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলা হয়েছে। নিহতদের মধ্যে একজন আলেম, তার স্ত্রী ও বেশ কয়েকজন শিশু রয়েছে।
থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতি বলেছে, বোমা হামলায় আহত ১৮ জনকে চিকিৎসা দিচ্ছে আরাকান আর্মি (এএ)। এছাড়া হালকা জখম হওয়া আরও ১৫ জনকে গ্রামের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে একজন বাসিন্দা জানিয়েছেন।
মিনবিয়ার এক বাসিন্দা বলেছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে গ্রামের লোকজন আতঙ্কে রয়েছেন।
থারদার গ্রামের ৩০০ বাড়িতে দুই হাজারের বেশি রোহিঙ্গার বসবাস। আশপাশের গ্রামের বাস্তুচ্যুত লোকজনও সেখানে আশ্রয় নিয়েছে।
সূত্র: দ্য ইরাবতি