জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধানকে গাজায় প্রবেশ করতে দেয়নি ইসরায়েল

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সোমবার বলেছেন, ইসরায়েল তাকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় প্রবেশে বাধা দিয়েছে।

ইসরায়েল প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ রাফাতে যাওয়ার ইচ্ছা ছিল, আমার প্রবেশের কথা জানানো হয়েছিল কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।’

লাজারিনি গত মাসে বলেছিলেন, ইসরাইল ‘ইউএনআরডব্লিউএ ধ্বংস করতে চায়।’

লাজারিনি এক্স-এ লিখেছেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ’ তাকে গাজায় প্রবেশ করতে দেয়নি।

ফিলিস্তিনের দখলিকৃত ভূখন্ডে বেসামরিক বিষয়গুলো পরিচালনাকারী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা সিওজিএটি এক্স-এ বলেছে, লাজারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।

গাজায় প্রবেশের অনুরোধ করার সময় ‘প্রয়োজনীয় সমন্বয় প্রক্রিয়া এবং চ্যানেল’ অনুসরণ করা হয়নি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানিয়েছেন,‘ লাজারিনি এবং ইউএনআরডব্লিউএ-তে তার সহকর্মীরাসহ জাতিসংঘের সকল কর্মকর্তাদের গাজাজুড়ে অত্যাবশ্যক মানবিক কাজ করার সুবিধা নিশ্চিত করা উচিত।’

ফারহান হক সাংবাদিকদের বলেন, গুতেরেস ‘অবশ্যই চান যে, লাজারিনি গাজার সমস্ত অঞ্চল জুড়ে ইউএনআরডব্লিউএ কার্যক্রম পরিচালনার সুযোগ পান।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *