কলাপাড়ায় হেলিকপ্টারে এলাকায় এসে জরিমানা গুনলেন আ’লীগ প্রার্থীর ভাই

স্টাফ রিপোর্টারঃ হেলিকপ্টারে এলাকায় এসে জরিমানা গুনলেন প্রার্থীর ভাই আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী এলাকায় হেলিকপ্টার নিয়ে আসায় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি মহিব্বুর রহমান মহিবের ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণের জন্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ এ জরিমানা করেন।

জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি মহিব্বুর রহমানের ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হেলিকপ্টারে রাঙ্গাবালীতে আসেন। বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মাঠে তৌহিদুর রহমান হেলিকপ্টার নিয়ে অবতরণ করেন। এসময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমপি মহিব্বুর সেখানে গিয়ে ভাইকে অভ্যর্থনা জানান। পরে উপজেলা পরিষদ সংলগ্ন নির্বাচনী অফিসে তৌহিদুর রহমানকে নিয়ে যান তিনি। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করে হেলিকপ্টার নিয়ে ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারে আসায় তৌহিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ। এর পরপরই হেলিকপ্টার নিয়ে রাঙ্গাবালী থেকে প্রস্থান করেন তৌহিদুর।

খোঁজ নিয়ে জানা গেছে, এদিন বিকেল ৪টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী মহিব্বুর রহমানের শেষ জনসভা ছিলো। সেই সভায় অংশ নিতে তৌহিদুর এসেছিলেন। কিন্তু সভায় যোগ না দিয়েই তাকে নির্বাচনী এলাকা থেকে চলে যেতে হয়েছে।

নির্বাচনী আচরণবিধির ৮ এর (গ) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচার কাজে হেলিকপ্টার বা অন্যকোনো আকাশযান ব্যবহার করা যাবে না। তবে দলীয় প্রধান যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। কিন্তু যাতায়াতের সময় হেলিকপ্টার থেকে লিফলেট, ব্যানার বা অন্য কোনো প্রচারসামগ্রী প্রদর্শন বা বিতরণ করতে পারবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *