সুন্দরবনে হারিয়েছিল ৩১ কিশোর: ৩ ঘণ্টা পর উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল ঘুরতে গিয়ে গভীর বনে পথ হারিয়ে ফেলে ৩১ কিশোরের পর্যটক দল। কোনো উপায়ই যখন মিলছিল না, তখন তারা জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন দেয়। প্রায় ৩ ঘণ্টা পর তাদের উদ্ধার করে বন বিভাগ ও মোংলা থানা-পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের গহীন বন থেকে তাদের উদ্ধার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটের চিতলমারি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩১ জনের একটি দল সুন্দরবনের করজলে ভ্রমণে যায়। বনে ঢোকার কিছুক্ষণ পরেই তারা পথ হারিয়ে ফেলে। কিশোরদের মধ্যে ফেরদৌস নামে একজন বুদ্ধি খাটিয়ে তার মোবাইল থেকে ৯৯৯ এ ফোন দেয়। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় যোগাযোগ করতে পারে।

প্রথমে ফেরদৌস জানায়, তার ফোনে চার্জ নেই। তার কাছ থেকে আরও দু’জনের নম্বর সংগ্রহ করা হয়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

শেষ পর্যন্ত বিকেলে তাদের কাছে যায় অভিযান পরিচালনাকারী দল। পরে ৩১ কিশোরকে নিরাপদে উদ্ধার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *