মানুষ সাশ্রয়ী হলে দেশের অর্থনীতি ভালো থাকবে: অর্থ প্রতিমন্ত্রী

প্রতিটি মানুষ সাশ্রয়ী হলে দেশের মানুষ ও অর্থনীতি ভাল থাকবে বলে মন্তব্য করছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। দায়িত্বগ্রহণের পর রোববার (৩ মার্চ) প্রথমদিন সচিবালয়ে নিজ দফতরে এসে এ মন্তব্য করেন তিনি।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরবর্তী বিশ্বে দেশের অর্থনীতি নাজুক আছে। দ্রব্যমূল্য ও দুর্নীতি নিয়েও অর্থনীতিতে চ্যালেঞ্জ রয়েছে। এ সময় অর্থনীতি সচল রাখতে কাজ করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিনিয়ত সরকার ও মন্ত্রণালয়ের অগ্রাধিকারগুলো পরিবর্তন হয়। এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জিং বিষয়গুলো সম্পর্কে জেনে, সে অনুযায়ী অগ্রাধিকারের তালিকা করা হবে। এ সময় দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ার জন্য কাজ করার কথাও জানান তিনি।

উল্লেখ্য, ওয়াসিকা আয়শা খান দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *