মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে: রিজভী

দেশের মানুষ এখনই ঐক্যবদ্ধ না হলে বাংলাদেশের অবস্থাও ফিলিস্তিনের মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বললেন, সরকার মানুষের স্বার্থ দেখে না এবং তাদের রাজনৈতিক অধিকার হরণ করেছে।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, দেশজুড়ে নারী দিবস পালিত হলেও আওয়ামী লীগ সরকারের আমলেই নারীরা বেশি নির্যাতিত ও নিগৃহীত হচ্ছে। নারী ও শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হলেও সরকার কোনো ব্যবস্থা নেয় না। তারা ক্ষমতায় থাকলে দেশের কেউ নিরাপদ নয়।

রুহুল কবির রিজভী আরও বলেন, মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। রমজানের প্রধান উপাদান খেজুরের দামও বৃদ্ধি করা হয়েছে। এটি অন্যায়। খেজুরের বদলে বরই খাওয়ার কথা বলে ডামি সরকারের মন্ত্রীরাও জনগণের সাথে মশকরা করছে।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *