ছাত্রদলের আজ ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টারঃ  জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন।

আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। সেই ধারাবাহিকতায় বিএনপির বর্তমান ভোট বর্জন, অসহযোগ আন্দোলনসহ একদফা দাবিতে আন্দোলনেও ছাত্রদল সামনে থেকে ভূমিকা রেখে চলছে।

রোববার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, সেমাবার সকাল ১০টায় প্রয়াত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন, হেফাজতে নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়-স্বজনদেরও গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে দুপুরে সারাদেশে র‌্যালি করবে ছাত্রদল।

পরদিন মঙ্গলবার বিকেল ৪টায় ভার্চুয়াল আলোচনা সভা করবে সংগঠনটি।

জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, ‘দেশের কান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ২০২৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটে নির্বাচনের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ছাত্রদল গুম, খুন, হত্যা, নির্যাতন মেনে নিয়ে জীবনবাজি রেখে রাজপথে রয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এবার জাতীয়তাবাদী ছাত্রদলের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *