ইসলামী আইনকে ছোট করার পথ খুঁজতে ব্যস্ত আন্তর্জাতিক বিশ্ব

ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিন্দা ও সমালোচনা করেছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মাওলানা মুহাম্মাদ হাসান আখুন্দ। তার মতে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব যা করছে তা স্পষ্ট নিপীড়ন।

রবিবার (৩ মার্চ) আর্গে, আফগানিস্তানের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সহযোগিতামূলক একটি বৈঠকে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী হাসান আখুন্দ।

বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ব সবসময় ইসলামী আইনকে ছোট করার পথ খুঁজতে ব্যস্ত থাকে।

নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে ফিলিস্তিনি জনগণের উপর যে অমানুষিক নির্যাতন চলছে তা চোখে দেখছেনা আন্তর্জাতিক বিশ্ব। কিন্তু ঠিকই মানবাধিকারের নামে ইসলামি আইনকে ছোট করার পথ খুঁজতে ব্যস্ত রয়েছে তারা।”

মাওলানা আখুন্দ বলেন, এই সংকটময় মুহূর্তে, ইসলাম ধর্ম রক্ষার দায়িত্ব একমাত্র ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের কাঁধের উপর রয়েছে। আর তাই গোটা মুসলিম বিশ্বের নজর এখন আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের উপর।

বৈঠকে, আফগানিস্তানে আসা দর্শনার্থীদের সাথে সকল বিভাগের সরকারি কর্মকর্তাদের ভালো আচরণ করার নির্দেশ প্রদান করেন আফগান প্রধানমন্ত্রী।

সূত্র: তোলো নিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *