ইসরাইলী বাধা উপেক্ষা করে আল-আকসায় ৮০ হাজার মুসল্লির জুমা আদায়

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বাধা উপেক্ষা করে পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

আজ শুক্রবার (১৫ মার্চ) আল-আকসায় ৮০ হাজারের বেশি মুসল্লির সমাগম হয়েছে।

জুমার আগে ওল্ড জেরুসালেমে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছিল ইসরাইল। তবে পুলিশের সঙ্গে মুসল্লিদের কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

গত বছরের অক্টোবর মাসে ইসরাইলের সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের দোহাই দিয়ে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরাইলী বাহিনী। কিন্তু রমজান মাস আসার পর তারা নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে।

যদিও আজকে আল-আকসায় শুধুমাত্র ৫৫ বছরের উর্ধ্বের পুরুষ এবং ৫০ বছরের উর্ধ্বের নারীদের প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া আগে থেকেই অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছিল ইসরাইল। ফলে বেশিরভাগ ফিলিস্তিনি রমজানের প্রথম জুমায় আল-আকসায় প্রবেশ করতে পারেননি।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *