পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পোস্টার ও ব্যানারে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পূর্ব পাশে জেলা খাদ্য অফিসের সামনে অস্থায়ীভাবে প্যান্ডেল দিয়ে জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পের সামনে বিশাল একটি ব্যানার টানানো হয়েছে। ব্যানারের ডান পাশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের ছবি এবং বাম পাশে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেওয়া হয়েছে। আর ব্যানারের বাম পাশে উপরে কিছুটা ছোট করে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ছবি।
এ নিয়ে বিভিন্ন ফোরামে যেমন আলোচনা সমালোচনা চলছে তেমনি সামাজিক মাধ্যমেও অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন।