আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই ফেডারেশনের সভাপতিকে অপসারণ এবং এক ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এম এম হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়েছে।
অপসারিত দুই ফেডারেশনের সভাপতি হলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলমকেও পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারা মোতাবেক দুই সভাপতিকে অপসারণ এবং একজনকে অব্যাহিত দেয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক থেকে ঢাকা মেট্রোপলিটনের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে দেয়া হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদের এক নির্দেশনা মোতাবেক তাকে সরানো হয়, নোটিশে জানানো হয়েছে।