উত্তর গাজ্জার একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে নারী ও শিশুসহ অন্তত ৭৩ ফিলিস্তিনি শাহাদতবরণ করেছেন। একইসাথে আহত হয়েছেন অসংখ্য মানুষ।
স্থানীয় সময় রবিবার (২০ অক্টোবর) ভোরে এ ভয়াবহ হামলা চালায় ইসরাইল।
গাজ্জার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আমাদের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সদস্যরা উত্তর গাজ্জার বেইত লাহিয়ার একটি আবাসিক এলাকা থেকে অন্তত ৭৩ জন শহীদ ও কয়েক ডজন আহত ফিলিস্তিনিকে উদ্ধার করেছে।
গাজ্জার গণমাধ্যম জানায়, আবাসিক এলাকাটিতে বেসামরিক নারী ও পুরুষদের অবস্থান ছিল।
সূত্র: ইকোনমিক টাইমস