হামাসের সাবেক প্রধান শহীদ ইসমাইল হানিয়া, সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান।
মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০:৩০ মিনিটের পর ইসরাইলকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তেহরান।
ইসরাইলি সংবাদমাধ্যম দাবি করছে, আজকের হামলায় ইসরাইলকে লক্ষ্য করে একসঙ্গে একশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান।
এর আগে, দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানায়, ইরানের হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে।
টেলিভিশনে দেয়া ভিডিও বার্তায় হ্যাগারি বলেন, ইরানের হামলা মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। এ সময় তেহরানের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ইরানের হামলা মোকাবেলায় সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে, হামলার শঙ্কায় ইসরায়েলে কর্মরত মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।