আগামী সপ্তাহেই মন্ত্রিপরিষদে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন: স্বাস্থ্য উপদেষ্টা

দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকা স্বাস্থ্য সুরক্ষা আইনের কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহেই এটি মন্ত্রিপরিষদে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ আয়োজিত ‘দুইশ’তম মেডিকেল ক্যাম্প উদযাপন’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য ‍উপদেষ্টা বলেন, স্বাস্থ্যখাত এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তা সংস্কার প্রায় অসম্ভব। এ সময় তিনি এই খাতকে ভেঙে পুনরায় ঢেলে সাজানের কথা জানান।

ডেঙ্গু প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ডেঙ্গু মোকাবিলায় কাজ করতে পারলে হাসপাতালে এতো রোগী আসতে হতো না। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে নানা উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *