মসজিদে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া অপরাধ নয় : ভারতীয় আদালত

ইসলামবিরোধী রায় দিতে গিয়ে মসজিদে হিন্দু ধর্মীয় স্লোগান দেওয়াকে বৈধতা দিয়েছে ভারতীয় আদালত।

ভারতের কর্ণাটকের আদালতে পুলিশের পক্ষ থেকে মসজিদে অনুপ্রবেশ করে হিন্দুদের ধর্মীয় স্লোগান ‘জয় শ্রীরাম’ দেওয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে আদালত মামলার রায় শুনানোর সময় বলে, মসজিদে হিন্দু ধর্মীয় স্লোগান দেওয়াতে কারো অনুভূতিতে আঘাত লাগেনা। এতে কারো খারাপ লাগে অথবা অনুভূতিতে আঘাত লাগে- এটা খুবই অদ্ভুত ব্যাপার!

উগ্র হিন্দুত্ববাদী আদালত পুলিশের পক্ষ থেকে দায়েরকৃত মামলাকে শক্তির অপব্যবহার বলে আখ্যা দিয়েছে এবং মসজিদে হিন্দুদের উস্কানীমূলক কর্মকাণ্ডকে স্বাভাবিক ও বৈধ ঘোষণা করে।

এমনকি গ্রেপ্তারকৃত দুই উগ্র হিন্দুত্ববাদীকে মুক্তির নির্দেশ দেয় আদালত।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাতে একটি মসজিদের ভেতরে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল গ্রেপ্তারকৃতরা। হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। এরপরই তাদের হেফাজতে নেয় পুলিশ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল তাদের বিরুদ্ধে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *