টিকা উৎপাদনের চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি হয় সে জন্য টিকা উৎপাদনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, “দ্রুত যাতে টিকা উৎপাদন করা যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।”

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিবছর করোনা প্রতিরোধী টিকা নিতে হবে কি না তা এখনো নিশ্চিত নয়, জানিয়ে মন্ত্রী বলেন, “প্রতিবছর করোনা প্রতিরোধী টিকা নিতে হবে কি না তা এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়নি। তবে করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি করা যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে।”

এদিকে বিডিএস ভর্তি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, “পরীক্ষা সুন্দরভাবে চলছে। আমি কেন্দ্র ঘুরে দেখেছি। শিক্ষার্থীরা প্রশ্নপত্রে সন্তুষ্ট। একইভাবে আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়েছি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *