ইসলামে যাকাতের বিধান

ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত জীবন বিধান। এটি বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ। এ শাশ্বত জীবন বিধান মানব সমাজে দ্যুাতি ছড়িয়ে পথ-পদর্শন করেছে যুগ যুগান্তরে। এর পরশে আলোকিত  হয়েছে বর্বর জাহেলি সমাজ। ঘন ঘোর অন্ধকারে নিমজ্জিত জাতি পরিণত হয়েছে  গোটা বিশ্বের অনুকরণীয়  আদর্শে । সে কালজয়ী আদর্শে শাশ্বত জীবন বিধান  ইসলাম পাঁচটি মূলভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত। আজকের আলোচ্য বিষয় হলো-ইসলামের পাঁচটি মূলভিত্তির পঞ্চম ভিত্তি যাকাত।

যাকাত কী?

যাকাত  শব্দের অর্থ  যা পরিশুদ্ধকর, এটি হলো ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের একটি। যদি কোন স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীর প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (নিসাব পরিমাণ) অতিক্রম করে তবে তা গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের  নিয়মকে যাকাত বলা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *