গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিতে ‘গণত্রাণ’-এর জন্য সংগ্রহ করা তহবিল থেকে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাকি এক কোটি ৯১ লাখ টাকা ব্যয় করা হবে উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের জন্য।

আজ বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম চেক গ্রহণ করেন।

এ সময় আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আমাদের ত্রাণ কার্যক্রম চলেছিল ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা উঠেছে। আমাদের মোট ব্যয় হয়েছে এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা। এর মধ্যে ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হয়েছে এবং ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে ব্যয় হবে।

লুৎফর রহমান আরও বলেন, ত্রাণ কমিটি এখন আছে বন্যাদুর্গত এলাকায়। পুর্নবাসনের পর্যাপ্ত ব্যবস্থাপনাও রয়েছে। সময় নিয়ে পূর্ণাঙ্গভাবে রিপোর্ট প্রকাশ করে অডিট শেষ করা হয়েছে।

এ সময় উপদেষ্টা ফারুক ই আজম জানান, গত ২৭ আগস্ট থেকে এ পর্যন্ত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৯১ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৮ টাকা জমা পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *