আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখাসহ বিভিন্ন নির্দেশনা চেয়ে হাইকোর্টে দুইটি রিট আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক। সোমবার (২৮ অক্টোবর) রিট দুইটির আবেদন করা হয়। রিটের নাম্বার যথাক্রমে ১২৫৯৮/২৪ ও ১২৫৯৯/২৪। রিটকারী তিন সমন্বয়ক হলেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম।
রিট করার বিষয়ে সারজিস আলম জানিয়েছেন, দুইটি রিট করা হয়েছে। আওয়ামী লীগের অধীনে হওয়া বিগত ৩টি নির্বাচন কেন অবৈধ ঘোষনা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে প্রথম রিট ৷ আর এর রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে সকল রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট করা হয়েছে ৷ দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই ৷
এর আগে, গত ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।