সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১০৫বার পেছানো বিশ্বরেকর্ড: রিজভী

রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারে দেশে নৈরাজ্যকর ও ভীতিকর পরিবেশ তৈরি করেছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীয় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, গণমাধ্যমের ওপর নানা বিধিনিষেধের মাধ্যমে সরকার ফ্যাসিবাদ কায়েম করেছে।

এসময় সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ক্ষমতাসীনদের জন্য হুমকি ছিল বলেই সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের তদন্ত রহস্যজনকভাবে এড়িয়ে যাচ্ছে সরকার। ১০৫ বার তদন্ত পেছানো সরকারের আরেকটি বিশ্বরেকর্ড বলেও মন্তব্য করেন বিএনপি’র এ নেতা। জনগণের আন্দোলনে বিএনপি ক্ষমতায় গেলে এ হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানান রিজভী।

রিজভি বলেন, আওয়ামী সরকার সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন অস্তিত্ব বিপন্ন করার এজেন্ডা বাস্তবায়ন করছে। বাংলাদেশে আজ এমন পরিস্থিতি যেকোনো সংবাদপত্র বা টিভি চ্যানেলের মালিকপক্ষে বিরোধী দলের কেউ আছে জানলে সেটি বন্ধ করে দিচ্ছে এই জনবিদ্বেষী সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *