ল্যাবএইডকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর গ্রিন রোডে ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধভাবে রেস্টুরেন্ট তৈরি ও যথাযথ অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, ভবনটির নকশায় রেস্টুরেন্ট ছিল না। এরপরও হাসপাতালটির ৮ম তলায় তাদের নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও ত্রুটি পাওয়া গেছে। এছাড়া রান্না ঘরে ব্যবহারের জন্য সিঁড়ির পাশে বেশ কয়েকটি সিলিন্ডার পাওয়া গেছে, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *