নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা রওশনের; জি এম কাদের ও মুজিবুল হককে অব্যাহতি

জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একইসঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শেষদিনের ব্রিফিংয়ে চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেন রওশন এরশাদ। এর প্রতিক্রিয়ায় মজিবুল হক চুন্নু বলেছেন, প্রধান পৃষ্ঠপোষক কাউকে অব্যাহতি দিতে পারেন না।

ব্রিফিংয়ে রওশন এরশাদ জানান, দলের ২০ (১) ধারার ক্ষমতাবলে বর্তমান চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দেয়া হয়েছে। এখন থেকে তারা দলের কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

এ সময় তিনি দলের নতুন মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশীদের নাম ঘোষণা করেন। একইসাথে দল থেকে আগে যাদের অব্যাহতি দেয়া হয়েছিল, তাদেরকে আবারও পদে ফেরান রওশান এরশাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরডুবির পর সার্বিক অবস্থা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এরশাদপত্নী।

এরপর রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জরুরি ব্রিফিংকরেন মুজিবুল হক চুন্নু। এতে তিনি বলেন, জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের আলঙ্কারিক পদের বিরুদ্ধে জাতীয় পার্টি কোনো ব্যবস্থা নেবে না। ক্ষমতাবলে কিংবা গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদ কাউকে অব্যাহতি দিতে পারেন না।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, রওশনের সিদ্ধান্ত বর্তমান নেতৃত্ব আমলে নিচ্ছে না। বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাহী কমিটির বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। যারা এসব করছেন, তারা জাতীয় পার্টির কেউ না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *