চমক দেখালেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘সুপার টুইসডে’ মূলত প্রাক-নির্বাচনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিন। এদিন একই সাথে দেশটির ১৫টি অঙ্গরাজ্যে প্রাথমিক ভোটাভুটি হয়ে থাকে প্রার্থী বাছাইয়ের জন্য। রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীরা এদিনই বুঝিয়ে দেন হাতি-ঘোড়া লড়াইয়ের মূলপর্বে আসলে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (৫ মার্চ) সুপার টুইসডেতে বড় ধরনের সাফল্য পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন অনুষ্ঠিত ১৫টি অঙ্গরাজ্যের ১৪টি জয় করতে সক্ষম হন তিনি। তার রিপাবলিকান দলীয় প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি জয় পেয়েছেন শুধুমাত্র ভরমেন্ট অঙ্গরাজ্যে।

ট্রাম্প জিতেছেন সেই অঙ্গরাজ্যগুলো হলো, আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, উত্তর ক্যারোলাইনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ইউটাহ এবং ভার্জিনিয়া।

ধারণা করা হচ্ছে, ৫ নভেম্বরের নির্বাচনে আরেকটি ট্রাম্প-বাইডেন লড়াই দেখতে পাবে বিশ্ব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *