গাজায় ২৩ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে : জাতিসংঘ

গাজ্জায় পাঁচ মাস ধরে চলা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলা প্রায় ২৩ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অনুমান ২৩ মিলিয়ন টন পরিমাণের এই ধ্বংসাবশেষ যার মধ্যে ছড়িয়ে রয়েছে অবিস্ফোরিত অস্ত্র এটি পরিষ্কার করতে কয়েক বছর সময় লাগবে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) খনি অ্যাকশন অংশীদারদের সাথে গাজ্জায় অবিস্ফোরিত অস্ত্রের হুমকির মূল্যায়ন করার জন্য কাজ করছে।

এদিকে ফিলিস্তিনের গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলী হামলায় উপত্যকায় শহীদ মানুষের সংখ্যা বেড়ে ৩২ হাজারের কাছাকাছি। এছাড়া আরো ৭২ হাজার ৭৬০ জন আহত হয়েছে।

সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *