এতিমদের গ্রাম তৈরিতে প্রবাসীদের ৫০০ কিলোমিটার চ্যারিটি সাইক্লিং

সিলেট ব্যুরো: সিলেটে প্রবাসীদের সহায়তায় একটি অরফান ভিলেজ তৈরির জন্য অর্থ সংগ্রহ করতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসে ৫০০ কিলোমিটার চ্যারিটি সাইক্লিং করেছেন যুক্তরাজ্যের ১০ প্রবাসী বাংলাদেশী। টেকনাফ থেকে শুরু হওয়া এই সাইক্লিং শেষ হয় সিলেটের সদর উপজেলার সালিয়া এলাকার অরফান ভিলেজে।

রোববার (৩ মার্চ) সকালে তাদের স্বাগত জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। পরে তাদের সংবর্ধনা দেয়া হয়।

এসময় তারা জানান, এবারের চ্যারিটি সাইক্লিংয়ে এই অরফান ভিলেজের জন্য প্রায় ৭৫ লাখ টাকা যুক্তরাজ্য থেকে পাওয়া গেছে। ভবিষ্যতে এই কর্মসূচী অব্যাহত রাখবেন বলেও জানান তারা।

উল্লেখ্য, অরফান ভিলেজটি বাস্তবায়ন করছে যুক্তরাজ্য ভিত্তিক প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘ক্যাপ ফাউন্ডেশন’। ২০২৫ সালের জানুয়ারিতে  সারাদেশ থেকে ১০০ এতিম শিশুদের নিয়ে যাত্রা শুরু করবে এই অরফান ভিলেজ। যেখানে এতিমদের জন্য পড়াশুনা, খেলাধুলা ও টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *