ছেলে ও পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার সেই স্কুল শিক্ষক মারা গেছেন

ছেলে ও পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার সাতক্ষীরার অবসরপ্রাপ্ত সেই স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডল (৮০) মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার বাড়ি সদর উপজেলার বাঁশতলা গ্রামে।

এর আগে, গত ২ নভেম্বর অরবিন্দু মন্ডলকে মারপিট করে হাত-পা বেঁধে রাখার অভিযোগ ওঠে ছেলে বিশ্বনাথ মন্ডল ও পুত্রবধু কবিতা মন্ডলের বিরুদ্ধে। নির্যাতনের সেই ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ওই ছেলে ও পুত্রবধূ। রোববার সকালে স্থানীয় মেম্বার পালিয়ে থাকা পুত্রবধূ কবিতা মন্ডলকে বাড়িতে তুলে দেন।

এদিন দুপুরে খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিক্ষক অরবিন্দু মন্ডল। পরে, হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা। বিষয়টি রহস্যজনক বলেও জানান অনেকে।

মৃত্যুর আগে শিক্ষক অরবিন্দু মন্ডল যমুনা নিউজকে জানিয়েছিলেন, তার দেড় লাখ টাকা চুরি করে পুত্রবধূ। চুরি করা সেই টাকা স্থানীয় এক ইউপি মেম্বারের কাছে সুদে দেয়। সেই টাকা চাইলে বিভিন্ন সময়ে তাকে মারপিট করতো।

জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন আগে থেকেই। মৃত্যুর বিষয়টি শুনেছি। বৃদ্ধকে মারপিটের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে চেয়েছিলাম কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *