সীমান্তে উত্তেজনা: ভারতের হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাইলো পররাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। পরে সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রণয় ভার্মা।

ভারতের হাইকমিশনার বলেন, অপরাধমুক্ত সীমান্ত গড়ার বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে কথা হয়েছে। সীমান্তে বেড়া দেয়ার বিষয়ে আমাদের দুই দেশের মধ্যে একধরনের বোঝাপড়া আছে। দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিজিবি-বিএসএফ) মধ্যেও কথাবার্তা হয়। সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করি আমরা।

এর আগে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিএসএফকে বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। এরপর বিজিবির সাথে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত হয়ে বেড়ার প্রতিবাদ করে। অপরপাশে ভারতীয় নাগরিকরাও বিএসএফের পক্ষ নিয়ে সীমান্তে উপস্থিত হয়। এ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়।

এছাড়া ভারতের মালদার শুকদেবপুর সীমান্তে (চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত) বিএসএফ দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এছাড়া বাঙ্কার নির্মাণও করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এনিয়ে যখন উত্তেজনা চরমে তখনই দেশটির হাইকমিশনারকে তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *