শ্রীলঙ্কার নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন দিশানায়েকের

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট ২২৫টি আসনের মধ্যে ১৫৯টি আসন পেয়ে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) এ তথ্য জানায় দেশটির নির্বাচন কমিশন।

বর্তমান প্রেসিডেন্টের দল ও তাদের জোট দেশটির ৫৫ বছরের ইতিহাসে আগের সব জনপ্রিয় ও রাষ্ট্রক্ষমতায় থাকা একাধিক রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে এ বিজয় অর্জন করে।

দেশটির অর্থনীতি পুনর্গঠনসহ শিল্প, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক খাতে তাদের দেয়া নির্বাচনী ইশতেহার দেশটির জনগনকে বেশ আকৃষ্ট করেছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় ২০২০ সালের আগস্টে পাঁচ বছর মেয়াদে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল। সে হিসাবে নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে গতকাল দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *