ইটের জবাব পাটকেল দিয়ে দিলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের রাজধানী তেল আবিবের মোসাদ সদর দফতরে রকেট হামলা করেছে তারা। সম্প্রতি হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং তাদের সদস্যদের যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের প্রতিবাদে এই হামলা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ জানায়, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অর্থনৈতিক রাজধানী তেল আবিবে সতর্কীকরণ সাইরেন বেজে উঠে। এ সময় নেতানিয়া শহরসহ মধ্য ইসরাইলের অন্যান্য শহরেও সাইরেন বাজানো হয়।
তবে রকেট মোসাদের দফতরে আঘাত হানার আগেই প্রতিহত করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তেল আবিব।
কয়েক দিন ধরে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা হিজবুল্লাহর নেতাদের পাশাপাশি সংগঠনটির শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
হিজবুল্লাহ সম্প্রতি তাদের নেতাদের হত্যা এবং সংগঠনের সদস্যদের ব্যবহৃত যোগাযোগযন্ত্রে বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বাউ হাবিব বলেছেন, হামলার জেরে দেশটির প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইসরায়েলি হামলার মুখে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়া হাজারো মানুষ রাজধানী বৈরুতের স্কুলসহ বিভিন্ন ভবনে আশ্রয় নিচ্ছেন।