সরবরাহে ঘাটতি নেই, তবুও মাছ-সবজির দাম চড়া

শীতের শেষ প্রান্তিকে এসে বেড়ে গেছে মাছের দাম। প্রায় সব জাতের দর বেড়েছে প্রায় ১০ শতাংশ। অথচ সরবরাহে ঘাটতি নেই। ব্যবসায়ীদের যুক্তি, আগের লোকসান পুষিয়ে নিতে চান সবাই। কিন্তু ক্রেতা কম।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ছুটির দিনে রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, ওজন অনুযায়ী ইলিশ মাছ ১৭০০-২৪০০ টাকা, রুই মাছ ৩৮০-৮০০ টাকা, কাতল মাছ ৪০০-৬৫০ টাকা, কালবাউশ ৫০০- ৯০০ টাকা, চিংড়ি মাছ ৭০০ -১২০০ টাকা, কাঁচকি মাছ ৫০০ টাকা, কৈ মাছ ২৫০-১০০০ টাকা, পাবদা মাছ ৪০০-৮০০ টাকা, শিং মাছ ৪০০-৮০০ টাকা, টেংরা মাছ ৬০০-৮০০ টাকা এবং রূপচাঁদা মাছ ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, বাজারে ফুরিয়ে আসছে শীতকালীন সবজি। এই ফাঁকে আগাম গ্রীষ্মকালীন সবজির দর চড়া। যদিও শীতে এবার সবজির বাজারে গিয়ে খুব একটা স্বস্তি পায়নি ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতে কেজিতে ১০ থেকে ৪০ টাকা দাম বেড়েছে।

ছেড়ে কথা বলছে না মুরগি ও ডিমের দাম। ব্রয়লার মুরগির প্রতি কেজি ১৯৮-২১০ টাকা, কক-মুরগী ২৮৩-৩০০ টাকা, লেয়ার মুরগি ২৮৫-২৯০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মুরগির লাল ডিম প্রতি ডজন ১৩৫ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *