মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন রিমান নিশাত, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি মো. ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, জামায়েতে ইসলামীর উপজেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.ওয়াজেদ আলী ও দৈনিক আজকের পত্রিকার মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ শামসুল হক প্রমুখ।