মরক্কোর কারাগারে হাফেজ হলেন ১৩ হাজার বন্দি

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর কারাগারে বন্দিদের ধর্মীয় মূল্যবোধ উন্নতিতে কোরআন মুখস্থ কার্যক্রম হাতে নেওয়া হয়। এতে অভূতপূর্ব সাড়া মেলেছে। ইতিমধ্যে হাফেজ হয়েছেন ১৩ হাজারের বেশি বন্দি।

আহলুল বাইত নিউজ এজেন্সি (এবিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কোজুড়ে কারাগারগুলোতে আয়োজিত কোরআন মুখস্থ কর্মসূচিতে অংশ নিয়ে ১৩,৪৬৪ জন বন্দি পবিত্র গ্রন্থটি মুখস্ত করেছেন। হেসপ্রেসেও একই তথ্য জানিয়েছে।

আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত গাইডেন্স প্রোগ্রাম এবং খুতবায় ৬৭ হাজারের বেশি বন্দি অংশ নিয়েছিলেন। এদের অনেকে এখনও শিখছেন। আশা করা হচ্ছে, তাদের মধ্যে অনেকেই হাফেজ হবেন।

আগামী বছরের পরিকল্পনার কথা উল্লেখ করে কারা কর্তৃপক্ষ বলেছে, তারা ধর্মীয় ও কোরআনিক অনুষ্ঠান আয়োজনে মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। বন্দিদের মূল্যবোধের উন্নতি এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে এ শিক্ষা কার্যক্রম ব্যাপক সফলতা পেয়েছে। ২০২৫ সালে কারাগারে কুরআন মুখস্থ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাবে। মরক্কো জুড়ে কারাগারে ইসলামী নির্দেশনা প্রচারের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *