রাজনৈতিক দূর্বৃত্তের সাথে থেকে জনগণের সম্পদ লুটের সহযোগী ছিলো জনপ্রশাসন। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রশাসনিক সংস্কার ও উন্নয়নঃ বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যত ভাবনা বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, এসব কারণেই ভাবমূর্তি সঙ্কটে আছে জনপ্রশাসন ও পুলিশ বাহিনী। এই ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।
সেমিনারে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। সেই সুবিধাভোগী আমলারা গুরুত্বপূর্ণ পদে থাকলে প্রশাসনিক সংস্কার সম্ভব নয়। আর্থ সামাজিক ও রাজনৈতিক অবস্থাসমূহের সাথে খাপ খাইয়ে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ গঠনের জন্য সংস্কার প্রয়োজন বলে অনুষ্ঠানে গুরুত্ব দেন অতিথিরা।