ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাতে ঢাবিতে বিক্ষোভ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) রাতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় নাগরিকদের তাণ্ডব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কার্যক্রমের প্রতিবাদে রাতে এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত আছে ও থাকবে। সীমান্তে ভারত যে ধৃষ্টতা দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান তারা।

তারা বলেন, হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে। এখন থেকে ভারতের সাথে বংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যেকোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপস করবে না বলেও মন্তব্য করেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *