সকল ইসলামী দল এক হয়ে নির্বাচনী জোট করার কাজ চলছে : চরমোনাই পীর

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর যেন একটি মাত্র ভোটবাক্স হয়, সে ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সকল ইসলামী দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এ কথা জানান।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী দলগুলোকে বারবার সিড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, আর এটা হতে দেয়া হবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেশে ইসলামী শাসন দেখতে চায়।

দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি অভিযোগ করে ইসলামী আন্দোলনের নেতারা এতে বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *