মির্জাগঞ্জে সভাপতি পদের জন্য প্রধান শিক্ষককে চিঠি দিলেন বিএনপি’র পাঁচ নেতা

মো. শামসুল হক,মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া আদর্শ  মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে  সভাপতি পদে তিনজনের নাম প্রস্তাব করে প্রধান শিক্ষককে  চিঠি দিয়েছে বিএনপি’র পাঁচ নেতা।

গত বুধবার উপজেলার কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই চিঠি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান।

বুধবার বিকালে বিএনপি’র পাঁচ নেতার স্বাক্ষরিত  চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাাল হয়ে পড়ে। এতে নেটিজনদের মধ্যে সমালোচনার ব্যাপক ঝড় উঠে।

নাম প্রস্তাবের চিঠিতে স্বাক্ষরকারী বিএনপি’র পাঁচ নেতা হলেন- কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল লতিফ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জিয়া।

সভাপতি নির্বচনের জন্য কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের স্ত্রী তামান্না রহমান তমা,  মোঃ আমিনুল ইসলাম স্বপন ও আমিনুল ইসলাম লিটননের নাম উল্লেখ করে প্রধান শিক্ষককে চিঠিটি দিয়েছেন বিএনপি নেতারা।

এর মধ্যে আমিনুল ইসলাম স্বপন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে বিএনপির একাধিক নেতার অভিযোগ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিক্ষা মন্ত্রণালয় ২০ আগস্ট একটি পরপত্রের মাধ্যমে  বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিলুপ্ত করে। ১৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অন্য একটি পরিপত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের জন্য নির্দেশ দেন।

স্থানীয় বিএনপির একাধিক নেতা বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নির্বাচন করবেন প্রধান শিক্ষক। বিএনপির  দলীয় প্যাড ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে  সভাপতি পদে নির্বাচনের জন্য বিএনপি’র যে নেতারা চিঠি দিয়েছেন,এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যে তিনজনের নামের সুপারিশ করা হয়েছে তার ভিতরে  একজন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে অভিযোগ  রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে  কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধা বলেন, কাকড়া বুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হবে। বিষয়টি জানতে পেরে  আমরা তিনটি নাম প্রধান শিক্ষকের কাছে দিয়ে আসছি। প্রধান শিক্ষক  এ নাম ছাড়াও অন্য তিনটি নামের প্রস্তাব জেলা প্রশাসকের কাছে পাঠাতে পারেন। এতে আমাদের কোন আপত্তি নেই।

উপজেলা বিএনপি’র সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু মুন্সি বলেন, দলের প্যাড ব্যবহার করে প্রধান শিক্ষককে চিঠি দেওয়া ঠিক হয়নি। তাদের যদি কোন সুপারিশ থাকে সেটা মৌখিকভাবে প্রধান শিক্ষককে জানাতে পারতো।

কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  মোঃ মনিরুজ্জামান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ আছে প্রধান শিক্ষক তিনটি নাম প্রস্তাব করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করবেন। জেলা প্রশাসক মহোদয় এর মধ্যে থেকে একজনকে সুপারিশ করবেন। সংশ্লিষ্ট বোর্ড তা অনুমোদন করবেন। কিন্তু গত বুধবার ইউনিয়ন বিএনপি’র নেতারা বিদ্যালয়ে এসে এডহক কমিটি গঠনের জন্য  তিন জনের নাম উল্লেখ করে একটি পত্র দিয়ে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *