নরসিংদীর কারাগারে হামলা-ভাংচুরের সময় দায়িত্বে অবহেলার দায়ে কারারক্ষীসহ ৭৭ স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিভাগীয় নির্দেশনার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এই ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ।
আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে জেল সুপার শামীম ইকবাল জানান, জেলা কারাগারে সাম্প্রতিক হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ কর্মকর্তা ও কর্মচারির সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে, দায়িত্বে অবহেলার দ্বায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়। পাশাপাশি সকলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাংচূর, অগ্নিকান্ড ঘটিয়ে ৯জন জঙ্গীসহ ৮২৬ আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র-গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার যাবতীয় মালামাল। ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ ও নরসিংদী জেলা প্রশাসন আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করে।