আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে মামলা পরিচালনার জন্য একজন চীফ প্রসিকিউটর ও চারজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এদের মধ্যে সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে চীফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়ারা হলেন, আইনজীবী মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, এর আগে আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে পদত্যাগ করেন মোহাম্মদ তাজুল ইসলাম।