আওয়ামী শাসনামলে কাজী সালাউদ্দিন জাতীয় ফুটবল দলকে ধ্বংস করে দিয়েছে : মেজর হাফিজ

আওয়ামী লীগের শাসনামলে কাজী সালাউদ্দিন আহমেদ জাতীয় ফুটবল দলকে ধ্বংস করে দিয়েছে। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, দেশে একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপিই ফুটবল টুর্নামেন্ট খেলার পরিকল্পনা নেয়। অনুষ্ঠানে এমন ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আর কোনো দলীয়করণ করা হবে না। খেলার মাঠ, ক্রীড়াঙ্গন হবে রাজনৈতিক ও দলীয়করণ মুক্ত

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *