পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নলখোলা-আরজবেগী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোসাম্মদ তানজিলা (৩০) ও ট্রলি চালক মো. রাকিব খান। তানিজলা আরজবেগী গ্রামের মো. জিয়া হাওলাদারের স্ত্রী। দুর্ঘটনায় তানজিলার দুই শিশু সন্তান আবু বকর এবং আব্দুল্লাহ আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় জানান, শুক্রবার দুপুরে তানিজলা রিকশাযোগে আরজবেগী গ্রামের স্বামীর বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রলি রিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তানজিলা মারা যান। এতে তার দুই সন্তান ও ট্রলি চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ট্রলি চালক রাকিব মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম।