ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন নামকরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নামকরণ করেন।
শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করা হয় হলে থাকা শিক্ষার্থীদের গণস্বাক্ষরের ভিত্তিতে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরাতন নামটি হাতুড়ি দিয়ে পিটিয়ে তুলে দিয়ে নতুন নামকরণ করেন। তারা দাবি করেন, যারা তাদের ভাইদের হত্যা করেছে, তাদের কোন চিহ্ন ক্যাম্পাসে থাকতে দেয়া হবে না। সেই সময় শিক্ষার্থীরা গণস্বাক্ষর নিয়ে অধিকাংশের মতামতের ভিত্তিতে নতুন নামকরণ নিশ্চিত করেন। এছাড়া, বিজয় একাত্তর হল এবং অমর একুশে হলের ফলকে থাকা শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়।