নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের পনির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে ফেনীর বিভিন্ন এলাকার পানি ধীরে ধীরে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দি নোয়াখালীর বাসিন্দারা। অল্প কিছু এলাকাতে পানি কমলেও বৃষ্টির ফলে আবারও পানি বৃদ্ধি পায়। এতে এখনও তলিয়ে আছে পথঘাট ও মানুষের বসতবাড়ি। আর ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন বেশিরভাগ মানুষ।
লক্ষ্মীপুরেও বৃষ্টি আর উজানের পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে যত দ্রুত পানি আসছে, নিচের দিকে নামার গতি তার চেয়ে কম। ফলে বন্যার পানিতে ডুবে আছে ঘরবাড়ি-রাস্তাঘাট।
তবে ফেনীর বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও পানিতে তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক। এই পরিস্থিতি বেশিরভাগই মানুষই এখনেও ফিরতে পারেনি ঘরে।