ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাসলিমা আক্তার (২০) নামে এক নববধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিহতের স্বামী আব্দুল হামিদ পলাতক রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালিয়ে যান হামিদ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) হীরাপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে আব্দুল হামিদের সাথে তাসলিমার বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে সে ধারালো ছুরি দিয়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
আখাউড়া থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে। নিহতের দেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া নিহতের স্বামীকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।