২ দিনের রিমান্ডে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী কবি সোহেল

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী কবি সোহেল হাসান গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।

আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সোহেল হাসান গালিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করেন। এ দিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন জানায়। পরে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে তার দুই দিনের রিমান্ডের মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

উল্লেখ্য, সোহেল হাসান গালিব তার ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন। যেখানে সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করে। পরে গত ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সানারপাড় এলাকা থেকে সোহেল হাসান গালিবকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *