মুক্তিযুদ্ধে কোন কোন সেক্টরে যুদ্ধ করেছে জামায়াত : রিজভী

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, একটি ইসলামিক রাজনৈতিক দলকে বলতে চাই, মুক্তিযুদ্ধে আপনাদের কী ভূমিকা কী ছিল? কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? বাংলাদেশে শুধু আপনারাই দেশপ্রেমিক, এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেট মহানগরীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, একটি রাজনৈতিক দল নিজেদের ও সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলেছেন। সেনাবাহিনী দেশপ্রেম নিয়ে সন্দেহ নেই। কারণ তাদের পূর্বসূরিরা স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। চব্বিশের গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী জোড়ালো ভূমিকা রেখেছে। কিন্তু মুক্তিযুদ্ধে সেই ইসলামিক দলটি কী ভূমিকা রেখেছে?

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পটভূমিতেই জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন হয়েছে। আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার এক বছরের মধ্যে হবে বলে শুনতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে গত ১৫ বছরে ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ সকল গুম-খুনের ঘটনার বিচার হবে না? অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দলের পক্ষের সরকার। তাই সরকারকে চব্বিশের আন্দোলনে হত্যাকারীদের পাশাপাশি বিগত ১৫ বছরের গুম-খুনেরও বিচার করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *