ভয়াবহ বন্যার কবলে লাতিন আমেরিকার দেশ পেরু। পানিতে তলিয়ে আছে রাজধানী লিমাসহ আশপাশের বেশ কয়েকটি শহর।
গত দুই সপ্তাহ ধরে চলা ভারি বৃষ্টিপাতে বিপজ্জনক সীমা পেরিয়েছে স্থানীয় নদীর পানি। এমনকি তলিয়ে গেছে বিশাল এলাকা। বেশিরভাগ রাস্তাঘাটও ডুবে গেছে। ঘরবাড়িতেও ঢুকে পড়েছে পানি।
বন্যার পাশাপাশি ভূমিধসও হয়েছে অনেক এলাকায়। চরম ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। বিপজ্জনক পরিস্থিতিতে পশুপাখিও।
বন্যা কবলিতদের উদ্ধারে চলছে জরুরি বিভাগের তৎপরতা। দুর্গত এলাকায় খাবার, পানিসহ প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে কাজ করছে স্থানীয় প্রশাসন। এমনকি অস্থায়ী বাঁধ দিয়ে সাময়িকভাবে পানির স্রোত ঠেকানোর চেষ্টাও চলছে।